রাউহজানের ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান জয়নগর বড়–য়া পাড়া এলাকার দেবৃ রহ্জন বড়–য়ার দুই কন্য সন্তানের জননী বৃষি বড়–য়া (২৪) গতকাল ৩১ মে বিকাল ৫টার সময়ে ঘরের মধ্যে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে ।
রাউজান থানার এস আই আমজাদ হোসেন চৌধুরী জানান বৃষ্টি বড়–য়া গলায় ফাসঁ লাগিয়ে আতœহনন করার পর তার পরিবারের সদস্যরা বৃষ্টি বড়–য়াকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । হাসপাতালের কত্যবরত চিকিৎসক বৃষ্টি বড়–য়াকে মৃত ঘোষনা করে । গতকাল সন্দ্ব্যায় বৃষ্টি বড়–য়ার লাশ পুলিশ হাসপাতাল থেকে উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করার প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ জানায় । আতœহনন কারী গৃহবধু বৃষ্টি বড়–য়া দুই কন্যা সন্তান রয়েছে । বৃষ্টি বড়–য়া গর্ভে আরো একটি সন্তান রয়েছে বলে জানা যায় । কি কারনে বৃষ্টি বড়–য়া তা জসা যাযনি । রাউজান থানার এস আই আমজাদ হোসেন চৌধুরী বলেন বৃষ্টি বড়–য়ার ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে বৃষ্টি বড়–য়া কি আতœহত্যা করেছে না কি তাকে হত্যা করে তার লাশ ঝুরিয়ে রাখা হয়েছে । এব্যাপরে রাউজান থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি চলছে । ময়না তদন্ত রিপোর্টে হত্যা করা হয়েছে মর্মে রিপোর্ট পাওয়া গেলে হত্যা মামলা রুজু করা হবে ।











