বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের অনুষ্ঠানে ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আগামী ২১ সালের মধ্যে রেলওয়ে যোগান্তকারি উন্নয়নের বিপ্লব ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপতিরুদ্ধ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ। রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। ২১ সালের মধ্যে দেশের প্রতিটি জেলা শহরের সাথে রেল যোগাযোগের কাজ এগিয়ে চলবে। এ উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে সকল রেল কর্মকর্তা-কর্মচারীকে যার যার উপরে অর্পিত দায়িত্ব সৎ ও ন্যায় নীতির সাথে পালন করতে হবে। ৩০ মে বিকেলে নগরীর পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাবে রেলশ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল মতিন’র সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ আয়োজিত মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিলের পূর্ববর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এম জহিরুল আলম দোবাষ বলেন রেলওয়ে আমাদের জাতীয় সম্পদ। রেলওয়েকে রক্ষা করা প্রত্যেক রেল কর্মকর্তা-কর্মচারীর পবিত্র দায়িত্ব ও কর্তব্য। টিকেট কালোবাজারী দেশ ও জনগণের শত্রু। এদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে। পাশাপাশি চলন্ত ট্রেনে পাথর ছোড়া থেকে কিশোর ও যুব সমাজকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। প্রধান বক্তার বক্তব্য রাখেন রেলশ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো: লোকমান হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক এটলি, আবুল হোসেন আবু, রেলশ্রমিক লীগের সহ-সভাপতি শ্রী অরুণ চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক গোকুল চক্রবর্তী, অর্থ সম্পাদক বোরহান উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এটিএম আবিদ হোসেন, সায়মন হোসেন ভোর, শাহরীয়ার পাপ্পু প্রমুখ।