মীর নাছিরের মনোনয়ন ইসিতেও বাতিল

নিউজডেস্ক: : বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মো. মোহাম্মদ নাছির উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ঢাকায় নির্বাচন কমিশনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে এই সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে দুদকের মামলায় সাজা হওয়ায় ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মীর নাছিরের মনোনয়নপত্র বাতিল করেন। একই কারণে তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মনোনয়নপত্রও বাতিল হয়।

মীর নাছির চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন।

এ ব্যাপারে মীর নাছিরের ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সাজা স্থগিতাদেশের কপি জমা দেওয়ার পরও ইসি মনোনয়নপত্র বাতিল করেছে। তারা আমাদের কোনো কথা শুনেনি। আমরা এখন হাইকোর্টে আপিল করবো।