চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ইফতার মাহফিলে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেছেন, রিপোর্টাররা হচ্ছে সংবাদপত্রের প্রান। রিপোর্টাররা তাদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়ন যাত্রায় অংশগ্রহন করেন। চট্টগ্রাম প্রেস ক্লাব চট্টগ্রামের সাংবাদিকদেও দ্বিতীয় আবাসস্থল। আমাদেও ক্লাবের কলেবর অনেক বেড়েছে। ফোরামের যেসব সদস্য এখনও প্রেস ক্লাবের সদস্য হতে পারেনি তাদের সদস্য করার ব্যাপারে আমার অগ্রনী ভুমিকা থাকবে। চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের উন্নয়নের জন্য যা যা করা দরকার তার সবকিছুই করবো। আগামীতে এ সংগঠনটি চট্টগ্রামে একটি বৃহৎ সাংবাদিক সংগঠনে রূপ নেবে।
তিনি বৃহসপতিবার নগরীর একটি হোটেলে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। ফোরাম সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক আলীউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মাঈনুদ্দিন দুলাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন রেজা, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামে সিনিয়র সহ-সভাপতি নিরুপম দাশ গুপ্ত, বিএফইউজের নির্বাহী সদস্য রুবেল খান, ফোরামের সহ সভাপতি আলমগীর অপু, চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও ফোরামের নির্বাহী সদস্য দেবদুলাল ভৌমিক, ফোরামের সহ-সম্পাদক গোলাম মাওলা মুরাদ প্রমুখ। সভায় মুনাজাত পরিচালনা করেন ফোরামের নির্বাহী সদস্য শামশুল হুদা মিন্টু। অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সাংবাদিক আবু জাফর হায়দার, ফোরামের নির্বাহী সদস্য আবুল হাসনাত, সিনিয়র সাংবাদিক মাখন লাল সরকার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আল রাহমান, ফোরামের ক্রীড়া সম্পাদক বাংলা টিভির ব্যুরো প্রধান চৌধুরী লোকমান, ফোরামের আর্ন্তজাতিক সম্পাদক আরটিভির সাবেক ব্যুরো প্রধান সারোয়ার আমিন বাবু, ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল কদির, নির্বাহী সদস্য আবদুল্লাহ ফারুকসহ ফোরামের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রিয় চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি মির্জা ইমতিয়াজ শাওন, চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির।