মেসির মূর্তি বানালেন ইছাপুরের এক চাওয়ালা

তিনি মেসির মূর্তি বানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার ইছাপুর নবাবগঞ্জের এলাকাটি মুড়ে দিয়েছেন আর্জেন্টিনার নীল-সাদা পতাকায়। আর্জেন্টিনার খেলোয়াড়দের কাটআউটে ভর্তি চতুর্দিক। দেখে মনে হবে আপনি ইছাপুরে নয়, বুয়েন্স এয়ারসে এসেছেন। চা বিক্রেতা শিবশঙ্কর পাত্র তাঁর সারা জীবনের সঞ্চয় থেকে মেসির শেষ বিশ্বকাপটি স্মরণীয় করে রাখতে চেয়েছেন। দত্তপুকুরের শিল্পীকে আনিয়ে মেসির ফাইবার গ্লাসের একটি মূর্তি বানিয়েছেন। উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি। ইচ্ছা ছিল কাতারে গিয়ে ফুটবল দেখবেন। কিন্তু, খরচ শুনে পিছিয়ে গেছেন। এখন দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন শিবশঙ্কর বাবু ইছাপুরকে বুয়েন্স এয়ারস বানিয়ে।

বললেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত আমি। মারাদোনার ফ্যান ছিলাম, এখন মেসির। মেসির বিদায়লগ্নটি মাঠে হাজির থেকে দেখতে চেয়েছিলাম। হলো না। যাই হোক, এখন মেসির হাতে কাপ উঠলেই সেটাই হবে শান্তি!