সাড়ে ১০ হাজার বাঙালি কাতার উড়ে গেছেন মেসির খেলা দেখতে

কানু বিনা যেমন গীত হয় না, তেমনই যেন মেসি বিহীন ফুটবল! আর মেসিকে বিশ্বকাপে দেখা যাবে না। তাই, কলকাতা থেকে ৯ হাজার বাঙালি কাতার উড়ে গেছেন মেসিকে দেখতে। আরও দেড় হাজার রওনা হবেন সোমবার রাতে। ট্রাভেল এজেন্ট ফেডারেশন-এর পূর্বাঞ্চলীয় প্রধান অনীল পাঞ্জাবি এই হিসেব দিয়ে বলেন, জার্মানি-স্পেন-ইংল্যান্ড-পর্তুগাল- ব্রাজিল ছিটকে যাওয়ার পর বাঙালির আশা ভরসা এখন মেসি। তাই, তাঁরা এখন মেসিময়। কলকাতার স্কাইলাইনও ঢেকেছে আর্জেন্টিনার নীল সাদা রঙে। কলকাতা থেকে কাতার যাওয়ার বিমানের ভাড়া পঞ্চান্ন-ষাট হাজার টাকা। এর ওপর আছে কাতারে থাকা খাওয়ার খরচ। তাও কাতার অভিমুখী বাঙালি। পূর্ব ভারত থেকে এবার প্রায় ১২ হাজার মানুষ কাতার উড়ে গেছেন।

এর মধ্যে প্রায় সাড়ে দশ হাজারই বাঙালি- জানালেন অনীল পাঞ্জাবি। কাতারে এত সংখ্যক বাঙালি টুরিস্ট যাওয়ার দুটি কারণ খুঁজে পেয়েছে ট্যুর অপারেটররা। এক নম্বর কারণ যদি হয় মেসির শেষ বিশ্বকাপ, তাহলে দু নম্বর কারণটি হলো পোস্ট পান্ডেমিক বাইরে যাওয়ার স্বাধীনতা। ঘরের কাছে এত বড় একটা ইভেন্ট ছেড়ে দিতে চায়নি বাঙালি।