“বিজয়ের ধ্বনি প্রভাতে শুনি”

আজ প্রমিতি সাংস্কৃতিক একাডেমি এর বিজয় দিবসের আবৃত্তি অনুষ্ঠান মর্নিং ডিউ স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন যাঁদের আত্মত্যাগে এই স্বাধীন দেশ তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর পরপর প্রমিতির আবৃত্তি শিল্পীদের বৃন্দ আবৃত্তি এবং একক আবৃত্তি পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ রাংগুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ অর্থনীতি বিভাগের প্রভাষক, ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি সাধারণ সম্পাদক “জনাব বিকাশ নন্দী” অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “হট ফুট রেস্টুরেন্টের স্বত্বাধিকারী গাজী আক্কাস, মির্নিং ডিউ স্কুল এন্ড কলেজের পরিচালক এস এম আসাদ, মর্নিং ডিউ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং পরিচালক রাশেদুল আলাম, প্রমিতি সাংস্কৃতিক একাডেমি অর্থ সম্পাদক বাহাদুর আলম, ব্ল্যাক ফ্যাশন ডিজাইনারের স্বত্বাধিকারী মোহাম্মদ নেজাম উদ্দিন, বন্ধু মানুষ গড়ার কারিগর চন্দ্রশেখর চৌধুরী নিশি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমিতি সাংস্কৃতিক একাডেমির সহ সভাপতি সাজু মল্লিক অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রমিতি সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল। ★ মঞ্চ, সাজ সজ্জা এবং মাইক্রোফোন ব্যবস্থায় ছিলেন প্রমিতি সাংস্কৃতিক একাডেমি সদস্য মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ ইলিয়াস। ★ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন এস এম আসাদ। প্রমিতি সাংস্কৃতিক একাডেমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।