কাপ্তাইয়ে পর্যটকবাহী বাসের চাপায় মোটর সাইকেল আরহী পলিটেকনিক ছাত্র নিহত

কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাইয়ের বালুচর এলাকায় পর্যটকবাহী বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে বাংলাদেশ সুইডেন পলিটেকনিকের (বিএসপিআই) এক ছাত্র নিহত হয়েছে শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ছয়টায়। চট্টগ্রামগামি পিকনিকের বাসের সাথে কাপ্তাইগামি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। এতে বিএসপিআই, কাপ্তাইয়ের ১ম বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল হাসিব (২২) ঘটনাস্থলেই বাস চাপায় নিহত হয়। দূর্ঘটনার পরপরই বাসটি সটকে পড়ে। নিহত ছাত্রের পিতা কাজী মাহাবুর রহমান কাপ্তাই পাল্পউড জামে মসজিদের ইমাম। সে কাপ্তাই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করছে। নিহতের বন্ধু রিয়াজুল ইসলাম সনেট (৩০) গুরুতর আহত অবস্থায় বড়ইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি রয়েছে। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে। দ্রুত বাসটি আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সপ্তাহের শুক্রবার ও শনিবার বন্ধের দিনে পর্যটকবাহী গাড়ীর আনাগোনা বৃদ্ধি পায়। এসময় পর্যটকবাহী বাস, কার, মোটর সাইকেলসহ বিভিন্ন যানগুলি বেপরোয়া গতিতে চলাচল করতে দেখা যায়।