আওয়ামী লীগের সভাপতি এম.এ.হান্নান,উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাকারিয়া,কাউন্সিলর এইচ.এম সোহেল,গোলাম মোহাম্মদ জোবায়ের,আবদুল কাদের,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ,মহল্লা সর্দার হাজী জহিরুল হক,হাজী শফিকুল হক,নাছির খান সর্দার,আয়ুব খান সর্দার,মতিবেগ,আবদুর রহমান মামুন,ওয়াহিদুর রহমান শিমুল,মোহাম্মদ আসলাম,ফরিদ আহমদ,আবদুল মালেক,আবদুল মতিন,আবদুর রশিদ লোকমান,ওসমান ফারুক বিপলু,কফিল উদ্দিন,কামরান চৌধুরী আনসার উল্লাহ আজিজ শাহেদ হোসেন টিটু, শিমুল মোহসেন ও রানা প্রমুখ। সিটি মেয়র বলেন পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। রমজান শেষে ঈদের আনন্দ হতে অনেক অস্বচ্ছল মানুষ বঞ্চিত হয় । এসব পরিবারে শিশু থেকে আরম্ভ করে সকলে যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়, তাদের জন্য মরহুম এম এ ছাত্তার ফাউন্ডেশন এগিয়ে আসায় সিটি মেয়র সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। এই প্রসংগে সিটি মেয়র বলেন- ঈদের এই খুশীতে কেউ নতুন কাপড় পড়বে আর কেউ পড়তে পারবে না এটা মানা যায় না। আমাদের সামাজিক দায়িত্ববোধ আছে। এ দায়বোধ থেকে আজ আপনাদের মাঝে ঈদের খুশী ভাগাভাগি করে নিতে এগিয়ে এসেছে মরহুম এম.এ ছাত্তার ফাউন্ডেশন । এই ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর মান্নান ফেরদৌসই এই ঈদের পোশাক আপনাদেরকে দিচ্ছে। তাঁর জন্য দোয়া চাইলেন সিটি মেয়র।
চসিক কন্ট্রাক্টরস এসোসিয়েশন
আজ সোমবার বিকেলে নগরীর রীমা কমিউনিটি সেন্টারে চসিক কন্ট্রাক্টরস এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
চসিক কন্ট্রাক্টরস এসোসিয়েশনের সভাপতি এস এম শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক রাজস্ব কর্মকর্তা মো. মুজিবুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। এতে বক্তব্য রাখেন চসিক কন্ট্রাক্টরস এসোসিয়েশনের সহ সভাপতি মো. ফিরোজ, সাধারণ সম্পাদক মো. আলমগীর, সহ সাধারণ সম্পাদক আবুল বশর, দাউদ আব্দুল্লাহ লিটন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, কামরুল ইসলাম, মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো. তৈয়ব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, রোজা এমন একটি ইবাদত যার বাহ্যিক প্রকাশ নেই। রোজা পালনের মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন পূর্বক সামজিক শৃংখলা, ন্যায় প্রতিষ্ঠা, মহান আল্লাহর একনিষ্ঠ আশিকের ভূমিকায় আদর্শ ব্যক্তি সমাজ ও দেশ গঠনে এগিয়ে আসতে হবে। ঠিকাদারগণ দেশের উন্নয়নের গর্বিত অংশিদার। তিনি সিডিউল অনুযায়ী ঠিকাদারদের ১০০% কাজ নিশ্চিত করার আহবান জানান।
লায়ন কাজী আকরাম উদ্দিন আহমদ’র সংবর্ধনা
ও ইফতার এবং দোয়া মাহফিলে মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন আওয়ামী লীগ সরকার গরীব দুঃখী ও মেহনতী মানুষের সরকার। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশের দরিদ্রের হার কমে দেশ আস্তে আস্তে একটি সমৃদ্ধশালী উন্নত দেশে পরিনত হচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশে পরিনত হবে। মেয়র বলেন দেশের অগ্রগতির জন্য সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মূল করে এ দেশটাকে সোনার বাংলায় পরিনত করতে হবে। তিনি আজ সোমবার বিকেলে চট্টগ্রাম ক্লাবে ব্যাংকুইট হলে বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত লায়ন কাজী আকরাম উদ্দিন আহমদ’র সংবর্ধনা ও ইফতার এবং দোয়া মাহফিলে এসব কথা বলেন। বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা এম এন করিম, লায়ন কামাল উদ্দিন, মঈনউদ্দিন আহাম্মদ, কৃষ্ণ প্রসাদ দাশ। এতে বক্তব্য রাখেন পরিচালক মিজানুর রহমান কাজল, আকবর হোসেন, জাকির হোসেন। সিটি মেয়র আরো বলেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এ রোজার মাসে সবায় মাস ব্যাপী সংযম ধারণ করে আল্লাহ তায়ালার নৈকট্য লাভের আশায়। যারা ইসলামের নামে হানাহানি অরাজকতায় লিপ্ত তারা ইসলামের শত্রু।