সন্ত্রাসী ‘কিলার মাসুদ’ অস্ত্র ও ইয়াবাসহ আটক

পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মাসুদ কামাল ওরফে ‘কিলার মাসুদ’কে চট্টগ্রামের খুলশী থানার কুমুসবাগ আবাসিক এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতারের বিষয়টি জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।

গ্রেফতার মাসুদ কামাল বরগুনা জেলার পাথরঘাটা থানার নাচনাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি খুলশী থানার ডেবার পাড় কুসুমবাগ আবাসিক এলাকায় থাকেন।

বিজয় বসাক জানান, মাসুদ কামাল খুলশী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মারামারিসহ ১৭টি মামলা রয়েছে। মাসুদ কামালের বিরুদ্ধে ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা পুলক বিশ্বাসকে ব্রাশফায়ারে হত্যা, ব্যবসায়ী জাকির হোসেন ও ছাত্রলীগ নেতা কায়সার হত্যার অভিযোগ রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার (বায়েজিদ জোন) সোহেল রানা, খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন।

মাসুদ কামালের কাছ থেকে দুইটি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।