চাঁদপুরে দ্বিতীয়দিনেও চলছে লঞ্চ ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

চাঁদপুরে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে লঞ্চ শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা ধর্মঘট দ্বিতীয়দিনেও চলছে। এতে বন্ধ রয়েছে চাঁদপুরের সঙ্গে সব রুটের লঞ্চ চলাচল। চরম দুর্ভোগে পড়েছে লঞ্চ যাত্রীরা। গতকাল সকালে ঘাটে অনেক যাত্রী আসলেও তারা গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন। তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও শেষ পর্যন্ত ফিরে গেছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী ও শিশুরা। উল্লেখ্য, ন্যূনতম বেতন ২০ হাজার টাকা, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, শ্রমিকদের নিরাপত্তা, নৌ-দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ, চাঁদাবাজি বন্ধ, রাতে নৌযান চলাচল শিথিল করা, ভারতগামী জাহাজ ল্যান্ডিং করার পাস এবং কল্যাণ তহবিল গঠনের দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন।