দেশে দেশে ইফতার : যুক্তরাষ্ট্রে ইফতার

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে প্রায় ৭০ লাখ মুসলমান বসবাস করেন। এখানকার রোজাদাররা খেজুর, খুরমা, সালাদ, পনির, রুটি, ডিম, মাংস, ইয়োগার্ট, হট বিনস, আঙুর, তরমুজ, আপেল, কমলা, কেন্টালপ, চিকেন পাকুরা, স্যুপ, চা ইত্যাদি দিয়ে ইফতার করেন। রমজানে হোয়াইট হাউসেও মুসলমানদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট। রমজানে হোয়াইট হাউসে ইফতার পার্টি প্রথম শুরু করেন সাবেক প্রেসিডেন্ট বিল কিনটন। এটা বর্তমানে একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে।