ইসরাইলে বাসে জোড়া বিস্ফোরণ

ইসরাইলের জেরুজালেমে বাসে জোড়া বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছে কমপক্ষে একজন। আহত হয়েছে ১৪ জন। বুধবার একটি বাসস্টপের কাছে এ ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশ একে সমন্বিত সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে বলে খবর দিয়েছে সিএনএন। প্রথম বিস্ফোরণটি হয় শহরের একেবারে প্রান্তসীমায়। তখন বাসের জন্য অপেক্ষায় ছিল বিপুল পরিমাণ মানুষ। দ্বিতীয় বিস্ফোরণ হয় শহরের উত্তরে রামোট এলাকায়। পুলিশ বলেছে, এতে নিহত হয়েছে একজন। আহতদের মধ্যে চারজন গুরুত্বর।

সন্দেহজনক হামলাকারীদের সন্ধানে নেমেছে পুলিশ। তারা বলছে, প্রাথমিক অনুসন্ধান বলছে, দুটি স্থানেই বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছে। প্রথম বিস্ফোরণের পরে যে ভিডিও প্রকাশ পেয়েছে তাতে দেখা যায় ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে আশপাশের পথের ওপর। বাজছে সাইরেন। রামোটে একটি বাস দেখে মনে হয়েছে তাতে শার্পনেলের ক্ষতচিহ্ন রয়েছে। ইয়োসেফ হাইম গাবি নামের একজন চিকিৎসক বলেছেন, এটা ছিল একটি উন্মত্ত বিস্ফোরণ। সব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।