ড. অনুপম সেনের দায়িত্ব আরো ৪ বছর বাড়লো

নিউজ ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য পদে আরও ৪ বছরের জন্য দায়িত্ব পেয়েছেন শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

উচ্চশিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালনকারী এ শিক্ষা প্রতিষ্ঠানে ২০০৬ সালের ১ অক্টোবর তিনি উপাচার্য হিসেবে যোগ দেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে আগামি চার বছর দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেন বলে জানান বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা শামসুল আরেফীন।

ড. অনুপম সেনের জন্ম ১৯৪০ সালের ৫ আগস্ট। গ্রামের বাড়ি পটিয়ার ধলঘাট গ্রামে। পিতা বীরেন্দ্রলাল সেন ছিলেন আইনজীবী এবং মায়ের নাম স্নেহলতা সেন। চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল থেকে ১৯৫৬ সালে ম্যাট্রিক, চট্টগ্রাম কলেজ থেকে আই.এ পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬২ সালে তিনি সমাজতত্ত্বে স্নাতক ডিগ্রী এবং ১৯৬৩ সালে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।

উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য তিনি কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৭৩ সালে। ১৯৭৫ সালে এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমাজতত্ত্বে এম.এ ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।