আর মাত্র একটি সেঞ্চুরি করলেই ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারকে স্পর্শ করবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
ভারতের পক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে সেঞ্চুরি রয়েছে টেন্ডুলকারের। ৩৮ ইনিংসে ৬টি। তবে ১৬ ইনিংসে ৫টি সেঞ্চুরি রয়েছে কোহলির। তাই টেন্ডুলকার চেয়ে এক সেঞ্চুরি কম রয়েছে কোহলির। ফলে একটি সেঞ্চুরি পেলেই টেন্ডুলকারকে স্পর্শ করবেন তিনি।
তবে যে ফর্মে রয়েছেন কোহলি, তাতে এই সিরিজেই টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন। টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে দু’টি সেঞ্চুরি করতে হবে কোহলিকে।