৪৩ আরোহী নিয়ে ভিক্টোরিয়া লেকে বিমান বিধ্বস্ত

৪৩ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান তাঞ্জানিয়ার ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয়েছে। কর্তৃপক্ষ সেখান থেকে উদ্ধার করেছে ২৬ জনকে। রোববার সকালের দিকে এ ঘটনা ঘটে। এ খবর দিয়ে অনলাইন স্ক্রল বলেছে, বিমানটি তাঞ্জানিয়ার উত্তরপশ্চিমে বুকোবা শহরে অবতরণ করার অল্প আগে আফ্রিকার সবচেয়ে বড় ওই লেকে নিমজ্জিত হয়। বিমানটি দেশটির সবচেয়ে বড় শহর দারুস সালাম থেকে উড্ডয়ন করেছিল। এর বাকি আরোহীরা মারা গেছেন বলে মনে করা হচ্ছে। আঞ্চলিক পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়ামপাগালে বলেছেন, প্রিসিশন এয়ারের একটি বিমান দুর্ঘটনায় পতিত হয়েছে। তা বিমানবন্দর থেকে প্রায় ১০০ মিটার দূরে পানিতে বিধ্বস্ত হয়েছে। এ বিমান সংস্থাটির প্রধান কার্যালয় দারুস সালামে। আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিয়া বলেন, এতে ৩৯ জন যাত্রী, দু’জন পাইলট এবং দু’জন ক্রু ছিলেন।

আমরা তাদের মধ্য থেকে ২৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি। বাকিদের সন্ধান চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পানিতে নিমজ্জিত হচ্ছে বিমানটি। সেখানে উদ্ধার অভিযান চলছে। তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।