জি এম কাদেরকে বিরোধী দলের নেতা ঘোষণা না করলে সংসদে যাবে না জাতীয় পার্টি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা সংসদে যাবেন না। রোববার দলটির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা জি এম কাদেরকে সংসদের বিরোধী দলের নেতা হিসেবে গেজেট প্রকাশ করতে স্পিকার বরাবর আবেদন করেছি। এখন পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। এই অবস্থায় আমরা কার অধীনে সংসদে যাব? তাই সংসদীয় দল সিদ্ধান্ত নিয়েছে স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। সিদ্ধান্ত পাওয়ার পর সংসদে যাব। সোমবার জাতীয় পার্টির এমপিরা সংসদে যাবে কিনা এ প্রশ্নে তিনি বলেন, না যাবে না। এদিকে রাতে দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও দলীয় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ওদিকে রওশন এরশাদের পক্ষ থেকে দলীয় যে কাউন্সিল আহবান করা হয়েছিল তা স্থগিত করা হয়েছে। আগামী ২৬শে নভেম্বর এই কাউন্সিল হওয়ার কথা ছিল।

সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার রাতে সম্মেলন স্থগিত করার তথ্য জানানো হয়।