যারা রেলওয়ের অ্যাপে টিকিট পাচ্ছেন না, তাদের কাউন্টারে এসে টিকিট নেওয়ার জন্য বলেছেন স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ।চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তিন ঘণ্টার মধ্যে যাত্রীদের দীর্ঘ লাইন কমে গেছে। এখন কাউন্টারে এলেই পাওয়া যাচ্ছে টিকিট।
তিনি বলেন, কোটা ও ভিআইপি বাদ দিয়ে অ্যাপসসহ প্রথমদিন ৭ হাজারেরও বেশি টিকিট দেওয়া হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত অর্ধেক টিকিট বিক্রি হয়েছে।
সকাল ১১টায় এসে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন আবুল হাসনাত।
তিনি বলেন, পাশে এসেছিলাম কাজে। ভাবলাম স্টেশনে এসে দেখি ৩১ মে তূর্ণা এক্সপ্রেসের টিকিট পাওয়া যায় কি-না। এসে দেখি লাইনে তেমন মানুষ নেই। টিকিটও পাওয়া যাচ্ছে।