চীনের অভ্যন্তরীণ দলীয় রাজনীতি নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কোনো মন্তব্য করবে না

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তৃতীয় মেয়াদের জন্য ফের চীনা কমিউনিস্ট পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। গত রবিবার পার্টির নেতা হিসেবে তাকে নজিরবিহীনভাবে তৃতীয় মেয়াদের জন্য নিশ্চিত করা হয়।

এমন সময়ে হোয়াইট হাউস বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শি জিনপিংয়ের সাথে আলোচনা অব্যাহত রাখবেন, যার মধ্যে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনের পাশাপাশি সম্ভাব্য আলোচনাও অন্তর্ভুক্ত রয়েছে। এনএইচকে ওয়ার্ল্ড এ খবর দিয়ে জানাচ্ছেঃ সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, যুক্তরাষ্ট্র সরকার বেইজিংয়ের অভ্যন্তরীণ দলীয় রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করবে না।

তিনি ব্যাখ্যা করে বলেন, “প্রেসিডেন্ট বাইডেন এবং আমাদের প্রশাসন চীনের সাথে আমাদের প্রতিযোগিতাকে দায়িত্বশীলভাবে ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা অব্যাহত রাখা হবে। বাইডেন এবং শি’র মধ্যে সংলাপ চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বাইডেন ফোনে এবং অনলাইনে শি’র সঙ্গে একাধিকবার কথা বললেও কখনও প্রত্যক্ষভাবে কোনো বৈঠক করেননি।

এদিকে, আগামী মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির জোট জি-২০ শীর্ষ সম্মেলনের পাশাপাশি দুই নেতার প্রথম মুখোমুখি আলোচনার সম্ভাবনার দিকেই এখন সংশ্লিষ্টদের মনোযোগ নিবদ্ধ রয়েছে।