ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াবে বিএনপি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াতে উপকূল অঞ্চলের বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মুখোমুখি উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদে স্থানে আশ্রয়ে নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাতে মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মুখোমুখি উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদে স্থানে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থাকতে উপকূল অঞ্চলের দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য। দলটির নেতাকর্মীরা উপকূলীয়বাসীর পাশে দাঁড়াবেন। এবং সব ধরনের সহযোগিতা করবেন।