ঘূর্ণিঝড় সিত্রাং: শাহজালালে নামতে না পেরে ওসমানীতে অবতরণ করলো ৮টি ফ্লাইট

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করেছে ৮টি আন্তর্জাতিক ফ্লাইট। গত রাত ১১টা থেকে দেড়টার মধ্যে এসব ফ্লাইট অবতরণ করে। এসব ফ্লাইটের মধ্যে কানাডা থেকে বাংলাদেশ বিমানের একটি, সিঙ্গাপুর থেকে একটি, দুবাই থেকে একটি রয়েছে। এছাড়া সিঙ্গাপুর, দুবাই ও ভারত থেকে আসা ইউএস বাংলার ৫টি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে ওসমানীতে অবতরণ করে। পরে ৪-৫টি ফ্লাইটের যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়া হয়।
ওসমানী বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্মকর্তা নজরুল ইসলাম মানবজমিনকে জানিয়েছেন, সিত্রাংয়ের কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে জরুরি ভিত্তিতে এসব ফ্লাইট অবতরণ করে। পরে সকালের দিকে কয়েকটি ফ্লাইট ঢাকায় চলে গেছে। এখনও যাওয়ার প্রস্তুতিতে আছে আরও দুয়েকটি ফ্লাইট।