মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল লা গণেশনকে ঘুরিয়ে দেখালেন তাঁর বাড়ি-ঘরদোর। মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি দেখে বিস্মিত হয়ে যান রাজ্যপাল। লা গণেশন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন- এত ছোট বাড়িতে থাকেন আপনি? কী করে এটা সম্ভব! মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় তখন মন্ত্রী সাংসদদের ভিড়। মুখ্যমন্ত্রী নিজের হাতে পুজোর আয়োজন করেন। ভোগও রাঁধলেন নিজের হাতে। এদিনের পুজোর অন্যতম আকর্ষণ ছিলেন সদ্য চোখের চিকিৎসা করিয়ে আমেরিকা ফেরৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক যদিও যজ্ঞের আগুনের কাছে যাননি। তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেক রাত পর্যন্ত পুজোর উপাচার চলে।
এর মধ্যেই মুখ্যমন্ত্রী বারবার নবান্নের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সিতরাং নিয়ে আপডেটের জন্য। মাঝেমধ্যে মুখ্যমন্ত্রী বিষণ্ন হন গতবারের কথা স্মরণ করে। গতবার কালীপুজোর মধ্যেই সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের খবর এসেছিলো। এবার পুজোর মধ্যেই খবর আসে যে সিতরাং বাংলাদেশে ল্যান্ডফল করেছে। এবার কালীপুজোয় একটু অন্তত স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী।










