ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। ইতিমধ্যে মোংলা ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছে। এরমধ্যে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম সমুদ্রবন্দরে নিজস্ব সংকেত ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়েছে এবং জাহাজ থেকে পণ্য উঠানো-নামানোর কার্যক্রম বন্ধ করা হয়েছে।
সোমবার সকালে বন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, সকালে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর সংকেত দেয়ার পর বন্দর কর্তৃপক্ষ অ্যালার্ট-৩’ জারি করে। এর ফলে আপাতত বন্দরে সবধরনের পণ্য ওঠা-নামা বন্ধ আছে। আউটারে থাকা লাইটার জাহাজগুলোকে কর্ণফুলীর শাহ আমানত সেতুর আশপাশে আনা হয়েছে। আর বড় জাহাজগুলোকে গভীর সাগরে পাঠিয়ে দেয়া হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।
বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, আবহাওয়া অফিস থেকে ৬ নম্বর সংকেত জারির পর অ্যালার্ট-৩ জারির সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ করা হয়। জেটি থেকে পালাক্রমে জাহাজ সাগরে নিয়ে যাওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড়ের কারণে জেটিতে থাকা জাহাজে ব্যাপক আঘাত লাগে। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে জাহাজ জেটি থেকে কিছুটা দূরে সাগরে পাঠানো হচ্ছে।











