আবারও বিধ্বস্ত হয়েছে রাশিয়ার একটি সামরিক বিমান। কয়েকদিন আগেই ইউক্রেন সীমান্তে আধুনিক সু-৩৪ হারানোর পর, নতুন করে আবারও বিমান হারালো দেশটি। এবার বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটু সু-৩০। সাইবেরিয়া অঞ্চলের একটি বাড়ির উপরে বিধ্বস্ত হয় বিমানটি। ঘটনাস্থল ইরকুতস্কের গভর্নর ইগোর কোবজেভ তার টেলিগ্রাম চ্যানেলে এ খবর দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, ওই দুর্ঘটনায় উভয় পাইলটের মৃত্যু হয়েছে। গভর্নর নিজেই ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য দিয়েছেন। তবে এ ঘটনায় কোনো বেসামরিক হতাহত হননি। রুশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে বিমানটি উড়ানোর পরই এই দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণের কিছু ছবি প্রচারিত হয়েছে। এতে দেখা যাচ্ছে, একাধিক ভবনে আগুন লেগে আছে।
এ নিয়ে গত এক সপ্তাহে নিজের সীমানার মধ্যেই দুটি বিমান হারালো রাশিয়া।
গত সোমবার ইউক্রেন সীমান্তের কাছে ইয়েস্ক শহরে একটি সু-৩৪ বিমান বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিরাপদে ইজেক্ট করতে পারলেও বিমানটি একটি আবাসিক এলাকার উপরে আছড়ে পড়ে। ওই ঘটনায় অন্তত ১৫ বেসামরিক নিহত হয়।











