মেসি-দর্শনে কেরালা থেকে গাড়ি চালিয়ে কাতার যাচ্ছেন নাজি

ফ্ল্যাগ অফ করলেন কেরালার পর্যটনমন্ত্রী আন্টনি রাজু। নাজি নৌসির মাহিন্দ্রা থর এসইউভি যাত্রা শুরু করলো কাতারের উদ্দেশে। গাড়ির চালক এবং একমাত্র আরোহী নাজি নৌসি পাঁচ সন্তানের জননী। কাতারের বিশ্বকাপ আসরে পাড়ি দিচ্ছেন শুধুমাত্র আর্জেন্টিনার তারকা লিওনেল মেসিকে দেখার আশা নিয়ে। ছোটবেলা থেকেই মেসি ভক্ত এই নাজি নৌসি। এতদিন শখ পুরো হয়নি। এখন গাড়ি নিয়ে নানা দুঃসাহসিক অভিযান করার পর নাজি নৌসির মনে হচ্ছে, মেসিকে দর্শন করা যেতে পারে। পাঁচ সন্তানকে মায়ের কাছে রেখে যাচ্ছেন। স্বামী নৌশাদ সবসময় উৎসাহ দেন। এবারও দিচ্ছেন।

কেরালা থেকে প্রথমে মুম্বাই যাচ্ছেন নাজি নৌসি।

তারপর গাড়ি সমেত জাহাজে সংযুক্ত আরব আমিরাত। সেখান থেকে গাড়ি চালিয়ে বাহরাইন, কুয়েত, সৌদি আরব হয়ে কাতার। ডিসেম্বরের গোড়ায় কাতার পৌঁছাবেন নাজি নৌসি। তারপর মেসির দর্শন। অসীম সাহসী নাজি নৌসি বললেন, ছোটবেলা থেকে তিনি এডভেঞ্চারের ভক্ত। সুযোগ ছিলো না ছোটবেলায়। এখন পরিবারের সমর্থনে এই দুঃসাহসিক কাজ করতে পারছেন। নাজি নৌসির গাড়িতে একটা প্ল্যাকার্ড ঝুলছে। তাতে লেখা- ‘সিঙ্গেল মম ট্রাভেলস..’। একা হতে পারেন নাজি, তবুও লাখো মানুষের ভিড়ে তিনি নিঃসঙ্গ নন।