ধানমন্ডির লেকপাড় থেকে মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

রাজধানী ধানমন্ডির লেকপাড় থেকে মো. শাহাদাত হোসেন মজুমদার (৫১) নামের এক মেরিন ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে লেকপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মো. শাহাদাত হোসেন মজুমদার একটি বিদেশি জাহাজের মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। বর্তমানে কলাবাগান এলাকায় থাকতেন। রাতে লেকপাড়ে হাঁটতে বের হয়েছিলেন বলে জানা গেছে। ধানমন্ডি থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, আমরা খবর পেয়ে ধানমন্ডি লেকপাড় থেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, আমরা ধারণা করছি অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে।

ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জে।