হবিগঞ্জে চেয়ারম্যান পদে ডা. মুশফিক সদস্য শিপন, শিরিন বিজয়ী

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আলোচিত নবীগঞ্জ ওয়ার্ডে রেকর্ড পরিমাণ ১৭৪ ভোট পেয়ে (ঘোড়া) প্রতীকে বিজয়ী হন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী। এছাড়াও সদস্য পদে শেখ শফিকুজ্জামান শিপন, সংরক্ষিত সদস্য শিরিন আক্তার বিজয়ী হন। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ সম্পন্ন হয়। ১৮৫ জন ভোটারের মধ্যে ১৮২ জন প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আইডি জটিলতায় এবং মৃত্যুজনিত কারণে ৩ টি ভোট বাতিল করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ। নির্বাচন কমিশন সূত্র জানায়, উপজেলার ১৩টি ইউনিয়ন এবং পৌরসভা নিয়ে গঠিত জেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে ৩নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮৫। হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন এবং পরিষদের ৩নং ওয়ার্ডে সাধারণ আসনে সদস্য পদে আব্দুল মতিন আছাব (হাতি), শেখ শফিকুজ্জামান শিপন (টিউবওয়েল) আব্দুল মুহিত, সংরক্ষিত ১নং-(নবীগঞ্জ, বানিয়াচং ও আজমিরীগঞ্জ) এলাকায় দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, সাবেক প্যানেল চেয়ারম্যান ও বানিয়াচং জুনাব আলী কলেজের সাবেক জিএস, শিরীন আক্তার (দোয়াত কলম) এবং বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহেলা হক (ফুটবল)। এতে চেয়ারম্যান পদে ডা. মুশফিক হোসেন চৌধুরী (ঘোড়া) প্রতীক নিয়ে ১৭৪ ভোট সদস্য পদে শেখ শফিকুজ্জামান শিপন (টিউবওয়েল) প্রতীক নিয়ে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য আবদুল মতিন আছাব (হাতি প্রতীক) নিয়ে পান ৭৪ ভোট। সংরক্ষিত সদস্য পদে শিরিন আক্তার (দোয়াত- কলম) প্রতীকে ১০১ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহেলা হক (ফুটবল) প্রতীক নিয়ে পেয়েছেন ৬১ ভোট।