সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু এখন আবারও মার্চ করবো: ইমরান

আবারও রাজধানী ইসলামাবাদে সমাবেশের ঘোষণা দিয়েছেন বিরোধী দল পিটিআই প্রধান ইমরান খান। তিনি জানান যে, তিনি সরকারকে কিছু সময় দিয়েছিলেন, তবে এখন আর অক্টোবরের বেশি দেরি করবে না তার দল। সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক এই পাক প্রধানমন্ত্রী। এর একদিন আগেই পিটিআই উপ নির্বাচনে জয় পায়। এ খবর দিয়েছে ডন।
ইমরান খান সাংবাদিকদের বলেন, আমি দেশের কথা বিবেচনা করে সরকারকে কিছু সময় দিয়েছিলাম। আমি এখনও বলতে চাই যে, তাদের হাতে নির্বাচন ঘোষণা করার মতো সময় আছে। কিন্তু তারা যদি সেটি না করে তাহলে আমি আবারও মার্চ করবো। আমার প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ আনেন। ইমরান বলেন, পিএমএল-এন প্রধান নওয়াজ শরীফ নির্বাচনে যেতে ভয় পাচ্ছেন কারণ পিটিআই’র জনপ্রিয়তা বেড়েই চলেছে।

বর্তমান সরকার শুধু দুর্নীতির মামলা থেকে দোষীদের মুক্তিতে কাজ করছে।
পিটিআই প্রধান আরও বলেন, সেনাপ্রধানের মতো পদ কে পাবেন তা নওয়াজ কিংবা জারদারির মতো ‘ক্রিমিনাল’রা নির্ধারণ করতে পারেন না। এটি ঠিক করা হবে যোগ্যতার ভিত্তিতে।