হামলা মামলা করে ফ্যাসিষ্ট সরকারের পতন ঠেকানো যাবে না

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, গত ১২ অক্টোবর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি নেতাকর্মীদের পথে পথে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের যৌথ বাঁধা দিয়েও জনস্রোতকে আটকে রাখতে পারেনি। জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় থাকতে দিবে না। যতই বাঁধা আসুক, যতই হামলা মামলা করুক জনস্রোতকে আর দমিয়ে রাখা সম্ভব হবে না।

আজ শনিবার (১৫ অক্টোবর) সীতাকুণ্ড উপজেলায় গত ১২ই অক্টোবর বিএনপির বিভাগীয় সমাবেশে আসার পথে নগরীর আমবাগান রেলওয়ে স্কুলের সামনে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে দেখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন কাজী সালাহ্ উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দীন, জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন দুলাল, জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহাং ছুলু, উপজেলা বিএনপির সদস্য দিদারুল ইসলাম মাহমুদ, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদরুল, জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মোরছালীন, থানা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, মোঃ সামছুদ্দৌহা, কাজী এনামুল বারী, আকবর হোসেন, ইদ্রিস মিয়া মনির, মোঃ মহিউদ্দীন, ছালামত উল্লাহ সালাম, রবিউল মেম্বার, জানে আলম বাবুল, যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম মেম্বার, যুবদল নেতা ইসমাইল  হোসেন, আবু সিদ্দিক বাল্লা, হারুনের রশিদ, ইব্রাহীম, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম উদ্দীন প্রমুখ।