হিজাব বিতর্কে দ্বিমত সুপ্রিম কোর্ট, মামলা গেল বৃহত্তর বেঞ্চে

কর্ণাটক হাইকোর্ট শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করে যে রায় দিয়েছিলো, তা ধাক্কা খেলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে বিচারপতি হেমন্ত গুপ্ত ও সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ একমত হতে পারলেন না হিজাব বিতর্কে। বিষয়টি নিষ্পত্তির জন্যে পাঠানো হল বৃহত্তর বেঞ্চে। ভারতের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এই বেঞ্চে কারা থাকবেন তা ঠিক করে দেবেন। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি হেমন্ত গুপ্ত কর্ণাটক হাইকোর্টের রায়কে সমর্থন করে ১১ দফা প্রশ্ন করেন এই মামলায় যোগ দেয়া মুসলিম পক্ষকে। বিচারপতি সুধাংশু ধুলিয়া প্রশ্ন তোলেন যে, মানুষের অধিকারে বাঁধা সৃষ্টির এই প্রয়াস মানা যায়না। এতে ভারতীয় সংবিধান উপেক্ষিত হচ্ছে। দুই বিচারপতির মত পার্থক্য আদালত কক্ষকে উত্তপ্ত করে তোলে। শেষ পর্যন্ত ঠিক হয়, এই বেঞ্চ যেহেতু এক এক হয়ে গেছে তাই এই মামলা সুপ্রিম কোর্টের বৃহত্তম বেঞ্চে যাবে। উল্লেখ্য, কর্ণাটক হাইকোর্ট রায় দিয়েছিলেন শিক্ষাঙ্গনে হিজাব অথবা অন্য যে কোনও ধর্মীয় প্রতীক পরে যাওয়া বাঞ্চনীয় নয়।