মাকে বাঁচাতে লঞ্চ থেকে ঝাঁপিয়ে পড়া সেই নিখোঁজ ছেলের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে মাকে বাঁচাতে চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়া সেই নিখোঁজ ছেলের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিখোঁজের ৫১ ঘণ্টা পর গতকাল দুপুর ৩টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দি এলাকার মেঘনা নদী থেকে নাইম ইসলামের (২১) লাশ উদ্ধার করা হয়। নিহত নাইম শরীয়তপুর জেলার সুখীপুর থানার আক্তার হোসেনের ছেলে। এর আগে গত সোমবার দুপুর ১২টার দিকে গজারিয়া উপজেলার বিপরীত কিশোরগঞ্জ সংলগ্ন নদীতে চলন্ত লঞ্চ থেকে মা-ছেলের ঝাঁপ দেয়ার এ ঘটনা ঘটে। গজারিয়া নৌ-পুলিশের ইনচার্জ মো. ইজাজ জানান, দুপুরে নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে আমাদেরকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে নিখোঁজ নাইমের মা ও পরিবার সদস্যরা এসে মরদেহটি নাইমের বলে শনাক্ত করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রসঙ্গত, গত ১০ই অক্টোবর দুপুরে শরীয়তপুর থেকে ঢাকা সদরঘাটগামী এম বাইজিদ জুনাইদ-১ লঞ্চ মুন্সীগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে লঞ্চ আরোহী জামিরুন বেগম ও ছেলে নাঈম হোসেনের পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মা জামিরুন রাগ করে চলন্ত লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পড়েন।

এ সময় মাকে বাঁচাতে ছেলে নাইম লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পড়েন। পরবর্তীতে মা জীবিত অবস্থায় তীরে আসতে পারলেও ছেলে সাঁতার না জানায় নদীতে তলিয়ে যায়।