ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে জার্মানি

শিগগিরই ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী। গত জুন মাসেই এগুলো পাঠানোর কথা থাকলেও সেই পরিকল্পনা পিছিয়ে নেয়া হয়। কিন্তু গত সোমবার রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বড় শহরগুলোতে যেভাবে মিসাইল হামলা করেছে তাতে এখনই ইউক্রেনকে এই প্রতিরক্ষা ব্যবস্থা দিতে চায় জার্মানি। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট বলেছেন, রাশিয়া ইউক্রেনের বেসামরিক মানুষের উপর যেভাবে আক্রমণ শুরু করেছে, তাতে দ্রুত এই ডিফেন্স সিস্টেম দেয়া প্রয়োজন। কয়েকদিনের মধ্যেই ইউক্রেন তা পাবে। প্রাথমিকভাবে চারটি এয়ার ডিফেন্স সিস্টেম দেয়ার কথা জার্মানির। তারমধ্যে প্রথমটি এই সপ্তাহের মধ্যেই পেতে পারে ইউক্রেন। জার্মানির কাছে অনেকদিন আগেই এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছিল ইউক্রেন। রাশিয়ার হামলা থেকে বাঁচতেই তা চাওয়া হয়েছিল। এতদিন পর জার্মানি তা ইউক্রেনের হাতে তুলে দিচ্ছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন, এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের সাধারণ মানুষকে রক্ষা করবে। এই মুহূর্তে ইউক্রেনের এটি সবচেয়ে প্রয়োজন।
জার্মানি আইআরআইএস-টি-এসএলএম এয়ারডিফএন্স সিস্টেম পাঠাচ্ছে ইউক্রেনকে। এর সাহায্যে মাটির উপর ২০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ধেয়ে আসা মিসাইল আটকে দেওয়া যায়। মিসাইলের গতিপথ পরিবর্তন করে দিতে পারে এই সিস্টেম। বস্তুত, গত কয়েকদিন ধরে রাশিয়া ইউক্রেনে মিসাইল আক্রমণ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ক্রাইমিয়া ব্রিজে বিস্ফোরণের পর রাশিয়া মিসাইল আক্রমণ বাড়িয়েছে। কিয়েভ-সহ ইউক্রেনের প্রায় প্রতিটি বড় শহরেই তারা লাগাতার মিসাইল আক্রমণ করছে। এই পরিস্থিতিতে জার্মানির এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনকে অনেকটাই সাহায্য করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। জার্মানির পাশাপাশি যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার কথা জানিয়েছে। এরইমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনালাপে এ বিষয়ে তার প্রতিশ্রুতির কথা বলেছেন।