ইমরান খানকে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। বলা হয়েছে, শনিবার তিনি রাওয়ালপিন্ডি শহর থেকে ফিরছিলেন। রাওয়ালপিন্ডি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে তার হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে আদিয়ালা গ্রামের কাছে তা জরুরি অবতরণ করে। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে আরও বলা হয়, খাইবার পখতুনখাওয়ার ডেরা ইসমাইল খানে একটি জনসভায় বক্তব্য দিয়ে ফিরছিলেন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান। সেখান থেকে তিনি খাইবার পখতুনখাওয়া সরকারের মালিকানাধীন হেলিকপ্টারে করে ফিরছিলেন। হেলিকপ্টার অবতরণ করার পর তাকে সেখান থেকে একটি গাড়িতে করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় তার বানিয়াগালার বাসভবনে। এই গাড়ি নেয়া হয়েছে পাঞ্জাবের আইনমন্ত্রী বাশারাত রাজার বাসা থেকে। তবে কেন হেলিকপ্টারটি অবতরণ করানো হয়েছে সে সম্পর্কে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে।

তাদের কেউ কেউ বলেছেন, জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করানো হয়েছে। অন্যরা বলছেন, যান্ত্রিক ত্রæটির কারণে অবতরণ করানো হয়েছে।
হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করার পর ইমরান খান তার ভিতর থেকে বেরিয়ে আসেন এবং এদিক ওদিক ঘুরতে থাকেন। এ সময় গ্রামের কিছু ছেলে তার কাছে ছুটে যায় এবং গল্প করতে থাকে। ইমরান খান যেখানে অবতরণ করেছেন তা হলো সাবেক বেসরকারি ও পর্যটন বিষয়ক মন্ত্রী গোলাম সারওয়ার খানের নির্বাচনী এলাকা।