চট্টগ্রাম বিভাগীয় বিএনপির গণ সমাবেশ সফল করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে চট্টগ্রামের মানুষ জেগে উঠেছে। মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিএনপির সভা সমাবেশে যোগ দিতে শুরু করেছে মানুষ। গ্রেফতার করে, মামলা দিয়ে, চক্রান্ত করে জনগণকে আর দাবিয়ে রাখা যাবে না। বিএনপির বিভাগীয় সমাবেশ হবে লাখো জনতার মহাসমাবেশ। তিনি আগামী ১২ অক্টোবরের গণসমাবেশ সফল করার আহবান জানান। তিনি শনিবার (৯ অক্টোবর) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষে গঠিত প্রচার উপ কমিটির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রচার উপ কমিটির সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, আহবায়ক কমিটির সদস্য হারুন জামান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ ও মো. ইদ্রিস আলী।