করতোয়ার সেই আউলিয়া ঘাটে ওয়াই ব্রিজের লেআউট

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটে করতোয়া নদীতে ব্রিজ নির্মাণে খসড়া লেআউট প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ডিজাইন ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজাউল করিমের নেতৃত্বে ৫ সদস্যে একটি প্রকৌশলী টিম গতকাল এই লেআউট প্রদান করে অনমোদিত নকশা অনুযায়ী এই ব্রিজ নির্মাণের সীমানা চিহ্নিত করেন। চিহ্নিত স্থানগুলোতে লাল ফ্লাগ স্থাপন করা হয়। এ সময় গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের ডেপুটি প্রকল্প পরিচালক মো. ফখরুল আলম, ডিজাইন ইউনিটের নির্বাহী প্রকৌশলী ভাস্কর কান্তি, আবু বক্কর সিদ্দিক, তরুণ ব্যাণার্জি, আমিরুজ্জামান হিরন, পঞ্চগড় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সামসুজ্জামান উপস্থিত ছিলেন। এলজিইডি বোদা উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, করতোয়া নদীর আউলিয়া ঘাটে এলজিইডি’র তত্ত্বাবধানে প্রায় ২ শত কোটি টাকা ব্যয়ে ১১ শত ৮০ মিটার দৈর্ঘ্য এবং ৭.৩২ মিটার প্রস্থ ইংরেজি ওয়াই আকৃতির ব্রিজ নির্মাণ করা হবে। তিনি জানান, ইতিমধ্যে ব্রিজ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে। ব্রিজের নকশা অনুমোদন হয়েছে। গতকাল খসড়া লেআউট দেয়া হয়। এরপর এলাইটম্যান, ডিজাইন, প্রক্কলন হলে এ বছরের ডিসেম্বরের মধ্যে ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হবে। উল্লেখ্য, গত ২৫শে সেপ্টেম্বও রোববার করতোয়া নদীর আউলিয়ার ঘাটের ওই স্থানে নৌকাডুবিতে ৬৯ জন মানুষের মৃত্যু হয়।

নৌকাডুবিতে এখনো ৩ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।