বিএনপির খুটির জোর হচ্ছে এদেশের জনগণ

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেছেন, রাজপথে বিএনপির আন্দোলনের জোয়ার শুরু হয়েছে। নেতাকর্মীদের সাহস দেখতে পাচ্ছি। সমর্থকরাও রাস্তায় নেমে আসছে। তাই আওয়ামিলীগ আবোল তাবোল বকতে শুরু করেছে। আইন শৃঙ্খলা বাহিনী ও শাসকদলের ক্যাডারদের বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালাতে লেলিয়ে দিয়েছে। তারা আবারো অবৈধ পথে ক্ষমতায় আসতে চায়। কারণ আওয়ামী লীগের খুটির জোর হচ্ছে অন্যের কাছে ধর্না দিয়ে ক্ষমতায় যাওয়া। অপরদিকে বিএনপি অবৈধ পথে ক্ষমতায় যেতে চায় না। বিএনপির খুটির জোর হচ্ছে এদেশের জনগণ। তিনি শুক্রবার (৭ অক্টোবর) বিকালে নগরীর আতুরার ডিপুস্থ এম এ সবুর আবাসিক মাঠে আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় বিএনপির গণসমাবেশে সফল করার লক্ষে বায়েজিদ থানা বিএনপির বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এছাড়া বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে চাঁন্দগাও, বাকলিয়া ও খুলশী থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চাঁন্দগাও ও বাকলিয়া থানা বিএনপির প্রস্তুতি সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, কুৎসিত মাফিয়া শাসনের কারনে যে দুঃশাসন বিরাজ করছে, আজকে সারাদেশে হত্যার ঘটনা তার জঘন্য বহিঃপ্রকাশ। আওয়ামী শাসকগোষ্ঠীর একমাত্র আরাধনা হচ্ছে যেন তেন প্রকারে ক্ষমতায় থাকা। এজন্য জনগণের সকল অধিকারকে বস্তাবন্দী করে বর্তমান ভোটারবিহীন সরকার পরিকল্পিতভাবে বিরোধী দল নিধনে নেমেছে। তবে দেশের মানুষ দুঃশাসনের বিরুদ্ধে মাঠে নেমেছে। গুলি করে, হত্যা করে প্রতিবাদী কন্ঠরোধ করা যাবে না। সরকারের পতন ঠেকানো যাবে না। খুলশী থানা বিএনপির প্রস্তুতি সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার শুধু নিজেদের অর্থ আয় ও গদি সুরক্ষিত রাখায় ব্যস্ত, সাধারণ মানুষ মরুক বা বাঁচুক, তাতে তাদের চিন্তা নেই। সে জন্য নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। কিন্তু গুলি করে সাধারণ মানুষকে বুটের তলায় পিষ্ট করে কোনো সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও থাকতে পারবে না। বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিমের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম আবুল ফয়েজ, মহানগর বিএনপি নেতা শামসুল আলম, জি এম আইয়ুব খান, রফিকুল ইসলাম, ইদ্রিস আলী, নকিব উদ্দিন ভূইয়া, সৈয়দ জাকারিয়া সেলিম, আবদুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আলম, বিএনপি নেতা মাহবুবুল আলম, মকবুল হোসেন, সৈয়দুল হক, শাহাদাত হোসেন চান মিয়া, নুরুন্নবী মিলন, আবছার উদ্দিন, নাসিমা আলম, রোখসানা বেগম মাধু। চান্দগাও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজমের সভাপতিত্বে ও বাকলিয়া থানা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম আই চৌধুরী মামুনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহ্জ্ব এম এ আ‌জিজ, যুগ্ম আহবায়ক ইয়া‌ছিন চৌধুরী লিটন, এরশাদ উল্লাহ। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ইসহাক চৌধুরী আ‌লিম, ইয়া‌ছিন চৌধুরী আসু, হাজী তৈয়ব, চান্দগাও থানা বিএনপির সাধারণ সম্পাদক শ‌রিফ উদ্দীন খান, বিএনপি নেতা আ‌মিন মাহমুদ, মো. শাহ জাহান, ইব্রাহীম বাচ্ছু, ইউনু্ছ চৌধুরী হা‌কিম, থানা সাংগঠ‌নিক মো. আলমগীর ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি নবাব খান, আবদুল্লাহ আল স‌গির, মো. সেকান্দর, ই‌লিয়াছ চৌধুরী, ওয়ার্ড সাধারন সম্পাদক এয়াবুব চৌধুরী না‌জিম, মো. ম‌হিউ‌দ্দিন, হাজী এমরান, ফি‌রোজ খান, বিএন‌পি নেতা এস এম সেলিম, এ‌ টি এম ফ‌রিদ, হাজী ইউনু্ছ, মো. তানভীর, মো. ইয়া‌ছিন, মো. জ‌সিম, মো. জাফর, আ‌লি আজগর, গোলাফুর রহমান, মো. মনজু, মো. সেকান্দর, এ কিউ এম ডিউক, নুরুল আলম কালু, নূর নবী। খুলশী থানা বিএন‌পির আহবায়ক এড. আবদুস সাত্তা‌রের সভ‌পতি‌ত্বে ও সি‌. যুগ্ম আহবায়ক শ‌ফিকুর রহমান স্বপ‌নের প‌রিচালনায় প্রস্তু‌তি সভায় বক্তব‌্য রা‌খেন মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, মো. শাহ আলম, সদস‌্য জাহা‌ঙ্গির আলম দুলাল, মহানগর বিএন‌পির সা‌বেক নেতা ইউসুফ জামাল, আবদুল হা‌লিম স্বপন, ইউছুপ আলী, মহিলাদলের গোলজার বেগম, থানা বিএন‌পি নেতা ম‌নির হো‌সেন, জাহা‌ঙ্গির এলাইচ, শামীম আহমদ, সৈয়দ ওমর ফারুক, ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি আবু জা‌হির মাস্টার, বিএন‌পি নেতা নবী হো‌সেন, ফারুক সিকদার, মো. ইসমাইল, মো. হারুন, মো. গোফরান, দে‌লোয়ার হো‌সেন, ম‌নির হো‌সেন, মোক্তার হো‌সেন, তৌ‌হিদুল আলম, শহীদুল ইসলাম মনা, অঙ্গসংগঠনের আমান উল্লাহ আমান, আব্দুল হামিদ পিন্টু, আসাদুজজামান দিদার, আবদুল হালিম গুড্ডু, মিজানুর রহমান সাইফুল, হেলাল হোসেন, শাহাজালাল পলাশ, তানভীর মল্লিক, নুর হোসেন উজ্জল, রায়হান আলম, ওমর ফারুক, নুর আলম সোহাগ।