ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে বিদ্যুৎহীন গোটা কিউবা

ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কিউবার একাংশ। এতে বিদ্যুৎহীন গোটা দ্বীপরাষ্ট্রটি। কোনোভাবে বিদ্যুৎ ফেরাতে সক্ষম হয়নি দেশটির কর্তৃপক্ষ। ফলে ঘূর্ণিঝড়ের পর থেকেই অন্ধকারে রয়েছে কিউবার ১ কোটি ১০ লাখ মানুষ।

বিবিসি জানিয়েছে, কিউবার পশ্চিমাঞ্চলে এই ঘূর্ণিঝড় সবথেকে বেশি গতি নিয়ে আঘাত হেনেছে। এতে দেশের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে। কিউবার প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি এখনও বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তেই ভবন ধসের ঘটনা ঘটেছে।

ক্যাটাগরি থ্রি’র এই ঘূর্ণিঝড়টি কিউবা ছাড়িয়ে এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ১৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটে যাচ্ছে। ফ্লোরিডা এখন ঝড়ের প্রস্তুতি নিচ্ছে। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে মঙ্গলবার জানানো হয়, জাতীয় পর্যায়ে ইলেকট্রিকাল সিস্টেম ভেঙে পড়ায় বিদ্যুৎহীন হয়ে আছে গোটা দেশ।

‘অ্যান্তনিও গিতেরেস তাপবিদ্যুৎ কেন্দ্র’ ঝড়ের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেশের ১০০ শতাংশ এলাকাই বিদ্যুৎহীন এখন।
রাজধানী হাভানা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি কিউবার সবথেকে গুরুত্বপূর্ণ শক্তি উৎপাদন কেন্দ্র। এটি অচল হওয়া মানে গোটা দেশে কোনো বিদ্যুৎ নেই। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঝড়ের পর এখন তুমুল বৃষ্টি হতে পারে কিউবার এ অংশে। দুর্যোগ আঘাত হানা অঞ্চলগুলো পরিদর্শন করে দেখেছেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। তিনি ক্ষতিগ্রস্থদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।