শিনজো আবে’র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আজ

জাপানের দীর্ঘদিনের জনপ্রিয় ও প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে’র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হবে আজ মঙ্গলবার। ৮ই জুলাই জাপানের নারা শহরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। এরপর আজ হচ্ছে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। রাজধানী টোকিওতে এই অনুষ্ঠানে কমপক্ষে ২১৭টি দেশের প্রতিনিধির অংশ নেয়ার কথা। দ্বিতীয় বিশ^যুদ্ধের পরে জাপানের সাবেক একজন প্রধানমন্ত্রীর এটাই হচ্ছে দ্বিতীয় রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। এ উপলক্ষে জাপানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। ট্রেন স্টেশনগুলোতে নামানো হয়েছে ডগ স্নাইপার। রাজধানী টোকিওর বিমানবন্দরে পুলিশি প্রহরা থাকবে। এই অনুষ্ঠানে অংশ নেয়ার কথা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের। জনসাধারণ যাতে এ অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য দুটি ফুলের নৈবেদ্য সাজানো হবে।

তবে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানটি হবে সীমিতদের জন্য। এই অনুষ্ঠান হওয়ার কথা প্রায় দেড় ঘন্টা। এ সময়ে বাজানো হবে জাপানের জাতীয় সঙ্গীত। শিনজো আবের প্রতি সম্মান জানাতে পালন করা হবে নীরবতা। উদ্বোধনী ভাষণ দেয়ার কথা রয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার। এদিন প্রয়াত এই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর কথা রাজ পরিবারের।
শিনজো আবের দেহাবশেষকে বিদায় জানানোর মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। তার স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। গত ৮ই জুলাই ৪১ বছর বয়সী তেতসুইয়া ইয়ামাগামি খুব কাছ থেকে গুলি করে হত্যা করে শিনজো আবে’কে। দুটি গুলি তার গলার ভিতর দিয়ে বিদ্ধ হয়। হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, জাপানের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শিনজো আবে। ২০২০ সালে স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেন। দু’বার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথম দফায় তিনি ২০০৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।