তিন হাজার লিটার চোরাই তেলসহ আটক ১

পতেঙ্গার সৈকত এলাকায় বিপুল পরিমাণ চোরাই তেলসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে বার্মিজ মার্কেট থেকে তেলসহ তাকে আটক করা হয়।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা কাজী আল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের পতেঙ্গার সৈকত এলাকার বার্মিজ মার্কেট থেকে একটি ট্রাক শহরের মেইন রোডের দিকে আসতে দেখেন কোস্ট গার্ড সদস্যরা। ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। এ সময় সংকেত অমান্য করে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ট্রাকটি জব্দ করেন। এ সময় ২ হাজার ২৪০ লিটার চোরাই ডিজেল ও ১ হাজার ১২০ লিটার চোরাই সয়াবিন তেলসহ তারেক (১৯) নামে এক চোরকারবারিকে আটক করা হয়েছে। তারেকের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় একাধিক চোরাচালানের মামলা রয়েছে।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত তেল চট্টগ্রাম কাস্টমসের কাছে এবং আটক তারেককে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।