৫৯ বছর পর আজ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে বৃহস্পতি

আজ সেই মাহেন্দ্রক্ষণ। যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। ৫৯ বছর পর সেই দৃশ্যটি দুর্দান্ত হতে চলেছে। যা দেখতে আপনার টেলিস্কোপও লাগবে না। পৃথিবীর সঙ্গে এর দূরত্ব প্রায় ৬০০ মিলিয়ন মাইল। কিন্তু ঘুরতে ঘুরত যখন এটি পৃথিবীর কাছে চলে আসে তখন দূরত্ব কমে হয় ৩৬৫ মিলিয়ন মাইল। ২৬ সেপ্টেম্বর সেই অবস্থানেই চলে আসবে এই গ্রহ। ফলে তা চাক্ষুষ করার সুযোগ পাবেন পৃথিবীবাসী। বলা হচ্ছে, দূরবীক্ষণ যন্ত্রে চোখ রাখলে এই গ্রহকে আরও বড় আরও স্পষ্ট দেখা যাবে। বীক্ষণ যন্ত্র উচ্চমানের হলে দেখা যেতে পারে বৃহস্পতির উপগ্রহদেরও।

বৃহস্পতির মোট ৪টি উপগ্রহ রয়েছে। ‘নাসা’-র বিজ্ঞানীদের দাবি, আকাশ পরিষ্কার থাকলে ওই চার উপগ্রহেরও ঝলক দেখা যেতে পারে। নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের গবেষণারত জ্যোতির্বিজ্ঞানী অ্যাডাম কোবেলস্কি জানিয়েছেন, “অত্যাধুনিক ব্যান্ডযুক্ত বাইনোকুলার ব্যবহার করলে পৃথিবীপৃষ্ঠ থেকেই সেদিন দেখতে পাওয়া যাবে গালিলিয়ান ৩-৪ টি উপগ্রহ।” এছাড়াও ৪ ইঞ্চি বড়ো এবং সবুজ নীল ফিল্টারযুক্ত টেলিস্কোপ ব্যবহার করলেও বৃহস্পতির গ্রেট রেড স্পট এবং ব্যান্ডগুলিকে আরও বিশদভাবে পর্যবেক্ষণ করা যাবে। সোমবার সারা রাতই আকাশে দেখা যাবে বৃহস্পতিকে। পাশাপাশি জানা গিয়েছে, সূর্য পশ্চিমে অস্ত যাওয়ার কারণে ওই সময়ে বৃহস্পতিকে পৃথিবীর পূর্ব দিকে উদিত হতে দেখা যাবে। এদিকে, এই বিরল ঘটনার সময়ে সূর্য ও বৃহস্পতির মাঝখানে থাকবে পৃথিবী। এই ঘটনাটিকে “Jupiter at Opposition” নামে অভিহিত করা হয়েছে। এই ঘটনার ফলে বছরের অন্যান্য সময়ের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিকে আরও উজ্জ্বল ভাবে দেখা যাবে। এমনকি, এই Opposition-এর ঘটনা বৃহস্পতি ছাড়াও অন্যান্য মহাজাগতিক বস্তুর সাথেও ঘটতে পারে বলে জানা গিয়েছে। প্রতি ১৩ মাস অন্তর বৃহস্পতির সাথে Opposition-এর ঘটনা ঘটে। যদিও, এবারে Opposition-এর পাশাপাশি বৃহস্পতি পৃথিবীর সবচেয়ে কাছে এসেও উপস্থিত হবে। EarthSky.com এর মতে, বৃহস্পতির আপাত মাত্রা হবে-২.৯, যার মানে এটি হবে রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল গ্রহগুলির মধ্যে একটি। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন গত ৭০ বছরের ইতিহাসে এমন ঘটনা বিরল।