সাফজয়ী মেয়েদের এক কোটি টাকা দেবে সেনাবাহিনী

সাফজয়ী নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২৩শে সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী। আগামী ২৭শে সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে এ পুরস্কার দেয়া হবে।

এর আগে, সাফজয়ী মেয়েদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা ও তমা গ্রুপ ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে । এছাড়া প্রধানমন্ত্রী কার্যালয় থেকেও মেয়েদের পুরস্কৃত করার ঘোষণা দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।