ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে আ’লা হযরত সত্যের কলম ধরেছিলেন

ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীনও মিল্লাত, ইমাম আহমদ রেযা খাঁন ফাযেলে ব্রেলী (রহ.) এর ১০৪ তম ওফাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত উরসে আ’লা হযরতে বক্তারা বলেন, মুসলিম উম্মাহর ঈমান-আক্বিদা সংরক্ষণ, ইসলাম বিদ্বেষী, বিকৃতকারী ও কোরআন সুন্নাহর অপব্যাখাকারী-জঙ্গিবাদী ও উগ্রবাদী সম্প্রদায়ের স্বরূপ উন্মোচনে আ’লা হযরতের ক্ষুরধার লিখনী অগ্রণী ভূমিকা পালন করছে। আ’লা হযরতের দর্শন সর্বত্র প্রসারের মাধ্যমে বিশ্বব্যাপী চলমান ধর্মের নামে উগ্রবাদের রাশ টেনে ধরা সম্ভব। বক্তারা আরো বলেন, শত বছর আগে ভরতবর্ষসহ বিশ্বের যে কোন প্রান্তে ইসলাম বিদ্বেষী ও বিকৃতকারীদের বিরুদ্ধে সরকারে আ’লা হযরত কুরআন সুন্নাহর আলোকে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছিলেন। দুশমনে রাসূলের বিরুদ্ধে তিনি ছিলেন সদায় সোচ্ছার। ইসলামের নানান বিষয়ে তাঁর পান্ডিত্ত গোটা বিশ্বে আজ স্বীকৃত। আজ পুরো বিশ্বে আ’লা হযরতকে নিয়ে গবেষণা চলছে। তাঁর উপর পিএইচডি হচ্ছে । হাদায়েক্বে বখ্শিশ পাঠক ফোরাম এর ব্যবস্থাপনায় ২২ সেপ্টেম্বর বিকালে ষোলশহরস্থ আলমগীর খানকাহ্ শরীফে উরসে আ’লা হযরতে বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী। হাদায়েক্বে বখ্শিশ পাঠক ফোরামের সভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিস কাদেরী ও সাধারণ সম্পাদক হাফেজ আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি আলহাজ¦ মুহাম্মদ মহসিন। উদ্বোধনী বক্তব্য রাখেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান আলকাদেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক ছিলেন আন্জুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক লেখক ও গবেষক আল্লামা এম এ মান্নান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলাইমান আনছারী, জামেয়ার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা ড. আ ত ম লিয়াকত আলী, প্রধান ফকিহ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আল্লামা মুরশেদুল হক, আন্জুমান ট্রাস্টের অর্থ সম্পাদক এনামুল হক বাচ্চু, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ, আল্লামা জসিম উদ্দিন আযহারী, আল্লামা হাফেজ ওসমান গণি আলকাদেরী, আল্লামা অধ্যক্ষ বদিউল আলম রিজভী, অধ্যক্ষ আল্লামা ড. সরওয়ার উদ্দীন, আল্লামা জালাল উদ্দিন আযহারী, অধ্যক্ষ ড.আব্দুল হালিম, আল্লামা ড. সাইফুল আলম, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ আনোয়ারী, আল্লামা ইলিয়াছ আলকাদেরী, আল্লামা সাইফুদ্দীন খালেদ আযহারী, মাওলানা আবু নাছের তৈয়ব আলী, মুহাম্মদ এরশাদ খতিবী, মাওলানা আ ন ম ছাইফুল্লাহ রিজভী, মাওলানা আব্দুল গফুর খাঁন, মাস্টার আবুল হোসাইন, মাওলানা হাসানুল করিম মুনিরী, মাওলানা করিম উদ্দিন নূরী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্বারী মাওলানা ইব্রাহিম আলকাদেরী, মাওলানা নুরুল্লাহ রায়হান খান, মাওলানা সাইফুল করিম নাঈম, মাওলানা শিহাব উদ্দিন রেযা, মাওলানা রাশেদুল ইসলাম কাদেরী, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, মাওলানা আলাউদ্দিন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল করিম প্রমুখ। ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল জাবের, মুহাম্মদ মাছুম বিল্লাহ, রায়হান উদ্দীন, আতাউর রহমান জুনাঈদ, মুহাম্মদ রেযা, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ গাজী প্রমুখ। পরে বিশ্বের মুসলিম উম্মাহর উন্নতি ও শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।