কোনাবাড়ী বিক্রয় প্রতিনিধি ঐক্য পরিষদের ২য় বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

গাজীপুরের কোনাবাড়ীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির অন্তর্ভুক্ত সংগঠন কোনাবাড়ী বিক্রয় প্রতিনিধি ঐক্য পরিষদ, গাজীপুর–এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক নির্বাচন ও অনুষ্ঠানসভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি (কেন্দ্রীয় কমিটি)-এর সভাপতি মোঃ দুলাল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি (কেন্দ্রীয় কমিটির) সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান।

উল্লেখ্য, বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি ২০২০ সাল থেকে বাংলাদেশের বৃহৎ বিক্রয় প্রতিনিধিদের একমাত্র সংগঠন হিসেবে বিক্রয় প্রতিনিধিদের অধিকার আদায়, সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কোনাবাড়ী বিক্রয় প্রতিনিধি ঐক্য পরিষদের উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি (কেন্দ্রীয় কমিটি)-এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম রাসেল (কোনাবাড়ী বিক্রয় প্রতিনিধি ঐক্য পরিষদের সাবেক কোষাধ্যক্ষ) এবং (কেন্দ্রীয় কমিটি )সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ—উপদেষ্টা মোঃ জেবর হোসেন, প্রচার সম্পাদক মোঃ রানা প্রামানিক, সহ-কোষাধ্যক্ষ মোঃ ফয়সাল মাহামুদ, সদস্য সচিব মোঃ আলতাফ মাহামুদ নিলয়, অনুষ্ঠান পরিচালনায় মোঃ রিপন বাবু (সাবেক যুগ্ম সম্পাদক), মোঃ গোলাম রসুল (সাবেক ধর্ম সম্পাদক), মোঃ নাহিদ ইসলাম (সদস্য)। এছাড়াও কোনাবাড়ী বিক্রয় প্রতিনিধি ঐক্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে সর্বসম্মতিক্রমে নির্বাচিত নেতৃবৃন্দ হলেন—সভাপতি: মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক: মোহাম্মদ মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক: সুব্রত দাস

অনুষ্ঠানে বক্তারা গাজীপুর জেলা কমিটির উন্নয়ন, বিক্রয় প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে অধিকার আদায় এবং বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। নবনির্বাচিত নেতৃত্ব বিক্রয় প্রতিনিধিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।