বাইডেনের সঙ্গে দেখা করলেন পাক প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন পাক প্রধানমন্ত্রী। সেখানেই বিভিন্ন দেশের নেতাদের স্বাগত জানাতে ছিলেন বাইডেন। এরইমধ্যে শেহবাজ শরীফের দপ্তর থেকে বাইডেন ও তার সাক্ষাতের একটি ছবি প্রকাশ করা হয়েছে। এসময় তাদের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেনও। এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
বাইডেনকে পাকিস্তানের বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়েছেন শেহবাজ শরীফ। বন্যায় পাঠানো ত্রান ছাড়াও, কোভিড ভ্যাকসিন দিয়ে সাহায্য করার জন্যেও তিনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। তিনি ইউএসএইডের প্রধানের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সম্প্রতি ইউএসএইড প্রধান পাকিস্তান সফর করেছিলেন।
অপরদিকে বন্যাক্রান্তদের দুর্গতির জন্য দুঃখ প্রকাশ করেছেন বাইডেন। স্বজন হারানো হাজারো পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র পাকিস্তানে সাহায্য অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।