শাহেদের রোগমুক্তি কামনায় কোতোয়ালী থানা যুবদলের দোয়া মাহফিল

গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে বুধবার (২১ সেপ্টেম্বর) বাদে আসর আন্দরকিল্লা কদম মোবারক জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মো. শাহেদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদে ঈমাম মাওলানা মো. ইকরাম। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ সভাপতি নাছির উদ্দিন চৌধুরী নাছিম, অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, তথ্য ও গবেষণ সম্পাদক মো. আলাউদ্দিন আলো, সমাজ কল্যাণ সম্পাদক মো. সালাউদ্দিন, সহ সমবায় সম্পাদক মো. ইদ্রিস সবুজ, সহ যোগাযোগ সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু, সহ শিল্প সম্পাদক আবদুল্লাহ আল মামুন জিতু, সদস্য মো. আমিন উল্লাহ, সাব্বির ইসলাম ফারুক, কোতোয়ালী থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, সি. যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, মো. আলী হোসেন, বিপ্লব চৌধুরী বিল্লু, গাজী সাইফুল, আরিফ সোহেল, ফয়সাল ভূইয়া মামুন, ওমর আলী রনি, ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিন, মো. জাহেদ, খলিলুর রহমান, মো. শাহ আলম, মো. জাহেদ, মাঈনুদ্দিন খান রাজীব, সাইফুল্লাহ ইসলাম, মো. সোহেল, আহমেদ সেতাফ, ওমর ফারুক রানা, আলাউদ্দিন, মহিউদ্দিন, মো. নাছির, মো. ফোরকান প্রমূখ।