হালদা নদীতে অভিযান পরিচালনা করে মাছ ধরার নৌকা, বড়শি ও জাল জব্দ করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ১টি মাছ ধরার নৌকা, ১ হাজার মিটার জাল ও ৩টি বড়শি জব্দ করা হয়।
জানা গেছে, হালদা নদীর গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান সাহেদুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, আইডিএফ মৎস্য কর্মকর্তা মো. রাব্বানী, ডিম সংগ্রহকারী কামাল সিকদার উপস্থিত ছিলেন।
ইউএনও শাহিদুল আলম বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য ও মাছ রক্ষায় এ অভিযান চলমান থাকবে।









