নৌবাহিনীর চেষ্টায় উদ্ধার হলো সমুদ্রে ডুবে যাওয়া নৌকার ৪ জেলে

বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লবণ বোঝাই একটি নৌকার ৪ জেলের জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গোপসাগরের বহিনোঙ্গর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরদিপ্তর (আইএসপিআর)।

উদ্ধারকৃত জেলেরা হলেন: মো. নুরুল আলম (৫০), সাদ্দাম (২০), রহিম মোল্লা (২০), নয়ন সিদ্দিক (২১)। সকলেই কক্সবাজার এলাকার বাসিন্দা।

আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমভি আন্দ্রোমৃধা নামে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লবণবাহী মায়ের দোয়া নামক একটি নৌকা ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনীর এন্টি স্মাগলিং টিম ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় তাদের উদ্ধার করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে নৌবাহিনী। পরবর্তীতে পতেঙ্গা আরআরবিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।