ইউক্রেনকে আরও সামরিক অস্ত্র ও সরঞ্জাম দেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। রাশিয়ার বিরুদ্ধে গিয়ে ইউক্রেনকে সাহায্য করায় প্রথম থেকেই জার্মানিকে কিছুটা দ্বিধা করছিল। তবে এরপরেও এবার ইউক্রেনের জন্য বড় পর্যায়ের সামরিক সহায়তা ঘোষণা করেছে জার্মানি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট বৃহস্পতিবার এই ঘোষণা দেন।
ডয়চে ভেলে জানিয়েছে, নতুন সহায়তা প্যাকেজের মধ্যে আছে- দুটি ‘মার্স ২’ মডেলের রকেট লঞ্চিং সিস্টেম, ২০০ ক্ষেপণাস্ত্র এবং ৫০টি সাঁজোয়া ‘ডিংগো’ যান। এগুলো যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে ব্যাপক সুবিধা দেবে। তবে এবারও ইউক্রেনকে ট্যাংক দেয়ার বিষয়ে কিছু বলেনি জার্মানি। দেশটির ট্যাংকের নাম রয়েছে বিশ্বজুড়ে। কিন্তু জার্মানি এখনও এ নিয়ে দ্বিধাগ্রস্থ। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জার্মানিকে বারবার ইউক্রেনে ট্যাংক পাঠানোর কথা বললেও তারা এবার শুধু ডিংগো যান পাঠিয়েই প্যাকেজ ঘোষণা করেছে।
তবে জানানো হয়েছে, শীগগিরই গ্রিসের মাধ্যমে ইউক্রেনকে সোভিয়েত আমলে তৈরি ৪০টি সাঁজোয়া যান পাঠানো হবে। এর বদলে গ্রিস জার্মানির কাছ থেকে ৪০টি ‘মার্ডার’ সাঁজোয়া গাড়ি পাবে।
রাশিয়ার হামলা মোকাবিলায় ‘আত্মরক্ষামূলক’ সামরিক সরঞ্জাম পাঠানো হলেও ব্যাটেল ট্যাংক সরবরাহ নিয়ে দ্বিধায় আছে জার্মানি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন অবশ্য বৃহস্পতিবার সেই দ্বিধা ঝেড়ে ফেলে অবিলম্বে ইউক্রেনকে এমন ট্যাংক পাঠানোর আহ্বান জানান। জার্মানির ‘বিল্ড’ সংবাদপত্রকে তিনি বলেন, ইউক্রেন এমন ব্যাটল ট্যাংকের প্রয়োজনীয়তার কথা বললে বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইউরোপের দেশগুলির অবশ্যই সেই ডাকে সাড়া দেয়া উচিত।
জার্মানি বলছে, তাদের ‘লেপার্ড ২’ ট্যাংক চালাতে দীর্ঘ প্রশিক্ষণের প্রয়োজন লাগে বলে আপাতত সেই ট্যাংক ইউক্রেনের কাজে লাগবে না। তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা জার্মানির কড়া সমালোচনা করে বলেছেন, ইউক্রেনকে এমন সরঞ্জাম না পাঠানোর পক্ষে একটিও যুক্তিগ্রাহ্য কারণ দেখানো হচ্ছে না।











