দামেস্ক বিমানবন্দরে ইসরাইলের হামলায় ৫ সিরিয়ান সেনা নিহত

সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ইসরাইলের বিমান হামলায় পাঁচ সেনা নিহত হয়েছে। এছাড়া বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বেশ কিছু মিসাইল আকাশে ধ্বংস করেছে।

আল-জাজিরা জানিয়েছে, মিসাইল আক্রমণের কারণে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেছিল কিনা তা স্পষ্ট নয়। বিমানবন্দরসহ আরও বেশ কিছু টার্গেটে মিসাইল হামলা হয়েছে। ইসরাইলের তরফ থেকে এ হামলা সম্পর্কে কিছু জানানো হয়নি। দেশটি যদিও প্রায় সময়েই সিরিয়ায় হামলার প্রসঙ্গে প্রকাশ্যে বক্তব্য দেয়া থেকে বিরত থাকে।

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় মিসাইল হামলা বৃদ্ধি করেছে ইসরাইল। ইরানপন্থী সংগঠনগুলো সেখানে শক্তিশালী হয়ে ওঠায় একে নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে দেশটি। এরফলে এসব সংগঠনের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত জুন মাসে ইসরাইলের হামলার কারণে প্রায় দুই সপ্তাহ দামেস্ক বিমানবন্দর ব্যবহারের অনুপযোগী হয়ে ছিল।

গত মাসেই আলেপ্পো বিমানবন্দরে হামলা চালায় ইসরাইল।