চোলাই মদসহ আটক ২

কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকা থেকে ৪০০ লিটার চোলাই মদসহ ২ যুবককে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগ। তারা হলেন- জহুর আহমেদ (৩০) ও জোস মোহাম্মদ (৩৫)।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি জানান মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার চরপাথরঘাটা এলাকা থেকে ২ যুবককে আটক করা হয়েছে। এ সময় ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।